মকবুল হোসেন, সিনিয়র রিপোটার:
বাদীর এজাহার সূত্রে জানা যায়, বাদী জসিম(৩৫), জেলা-ময়মনসিংহ এর ভাগনী সুইটি আক্তার নিশি(২১) কে তার স্বামীর প্রায় সময়ই অহেতুক ঝগড়াঝাটি করত: ও প্রাণ নাশের হুমকি দিতো।
গত ০৬/০৮/২০২৫খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকায় বাদী জসিম(৩৫), জেলা-ময়মনসিংহ এর চাচাত বোনের স্বামীর নিকট থেকে জানতে পারেন ভাগনী সুইটি আক্তার নিশি(২১)এর স্বামী ভাগনীকে হত্যা করে পালিয়ে গেছে।
বাদী সহ অন্যান্য পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধৃত আসামীর বসত ঘরের খাটের উপর ভিকটিম সুইটি আক্তার নিশি(২১)এর লাশে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন অবস্থায় খাটের উপর দেখতে পান।
এ ঘটনায় ভিকটিমের মামা জসিম(৩৫) বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা নং-১০, তারিখ-০৭ আগস্ট ২০২৫খ্রি: ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে গরুর ল্যাম্পি ভাইরাস ছড়িয়ে পড়ছে ক্ষতির মুখে খামারিরা :চাই বিনামূল্যে ভ্যাকসিন
আসামীকে গ্রেফতারের লক্ষ্যে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ১০ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী শাহ জাহান মৃধা (৬০), জেলা-গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার ভালুকা থানায় ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইানানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তারন্তর করা হয়েছে।