মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের গলাচিপা এলাকায় সদর উপজেলার সাবেক চেয়ারম্যানের মাছের প্রজেক্টে ৯আগষ্ট-২০২৫ইং শনিবার বেলা ১২টার দিকে আবু ছালেক উপর কিছু দূর্বিত্ত অতর্কিত হামলা করে তার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে জখম করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
আবু ছালেক প্রতিবেদককে বলেন, আমি গলাচিপা এলাকায় সাবেক সদর উপজেলা চেয়ারম্যানের
জায়গায় দীর্ঘদিন যাবত মৎস্য চাষ করে আসছি ।
কিছু দূর্বিত্তকারী আমার কাছে বেশ কয়েকবার চাঁদা দাবি করে আমি চাঁদা দিতে অস্বীকার করি ৯আগষ্ট শনিবার দুপুরে মাছের প্রজেক্টে এসে পূণরায় চাঁদা দাবি করে।
আরও পড়ুনঃরাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সমাজের আয়না: সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হত্যা বন্ধের আহ্বান
আমি চাঁদা দিতে অস্বীকার করি পরবর্তী তারা আমার উপর হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়ে আমার মাথায় আঘাত করে মাথা ফেটে ফেলে আমি রক্তাক্ত অবস্থায় কোন উপায় না পেয়ে রাস্তার দিকে দৌড়ে চলে আসি রাস্তায় চলন্ত সিএনজি ড্রাইভার ও দুই জন যাত্রী আমাকে উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিয়ে আসার সময় আমি অনুরোধ করে তাদের কে ডলুপাড়া সেনাবাহিনীর ক্যম্পে ঘটনার বিষয়ে দ্রুত জানিয়ে বান্দরবান সদর থানায় বিষয়টি অবহিত করি।
সদর থানা আমাকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠালে সেখানে আমার মাথায় ১০-১২ সেলাই করে সেখানে ভর্তি রাখে।
এব্যাপারে সকল প্রশাসনের নিকট ন্যায়বিচার কামনা করছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।