বর্ষার ফুল
ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
কদম ফুল বর্ষার আগমনী
বার্তা নিয়ে আসে
গোলাকার গঠনে মুগ্ধ করে
মিষ্টি সুগন্ধে হাসে।
বকুল বেলি সুগন্ধ ছড়ায়
বর্ষার মৌসুমে ফোটে
কামিনী বর্ষার জনপ্রিয় ফুল
সাদা রঙে জুটে।
জুঁই ফুল সুগন্ধে ভরা
সাদা রঙে রাঙা
কেয়া মিষ্টি সুগন্ধ ফুল
চারপাশ করে চাঙা।
আরও পড়ুনঃ অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএমএসএফ-এর
দোলনচাঁপা আকর্ষণীয় গঠনে রাজ
বর্ষাকালে দেখায় তেজ
শাপলা খালে বিলে পুকুরে
রঙে ঢঙে তাজ।
স্পাইডার লিলি সাদা রঙে
মাকড়সার মত ঢঙে
সুখদর্শন, ঘাসফুল দেখিতে বাহার
ফোটে জুটে বঙে।
সন্ধ্যামালতি, গুলনার্গিস, দোপাটি ফুল
কেমনে ভুলি পর্তুলিকা
অলকানন্দা, রুয়েলিয়া মরিমরি লাজে
শ্বেতরঙ্গন হেন সুদূরিকা।