নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন।
ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫ :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন চান না, তারা শুধু নিরাপত্তা চান। এটা দিতে রাষ্ট্রের এত দ্বিধা কেনো? তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে, যেন সাগর-রুনি ঘটনার মতো দীর্ঘসূত্রিতা না হয়।”
আরও পড়ুনঃ পাঁচবিবিতে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সমাবেশে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক সেলিম নিজামী, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভুঁইয়া, শফিকুল ইসলাম, তারিক লিটু, মারিয়া আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন।
এছাড়া বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএইচএম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমাবেশে যোগ দেন।
এদিকে তুহিন হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জেলা ও উপজেলা পর্যায়েও বিএমএসএফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।