নিউজ ডেস্কঃ
ভারতের মুম্বাই শহরের ২৭ বছর বয়সী রাফায়েল স্যামুয়েল তার বাবা–মায়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে! অভিযোগ?
তার বাবা-মা তাকে তার ‘অনুমতি ছাড়াই’ এই পৃথিবীতে এনেছেন! রাফায়েল নিজেকে একজন অ্যান্টি-নেটালিস্ট’ হিসেবে পরিচয় দেয়। এটি একটি দার্শনিক বিশ্বাস। যার মূল বক্তব্য হলো, কাউকে জন্ম দেওয়া নৈতিকভাবে ভুল।
কারণ জীবনের সমস্ত দুঃখ-কষ্টে কাউকে ঠেলে দেওয়া হয় তার সম্মতি ছাড়াই।রাফায়েল দাবি করে, তার বাবা-মা মূলত নিজেদের আনন্দ ও তৃপ্তির জন্য তাকে জন্ম দিয়েছেন।রাফায়েলের কল্যাণের কথা চিন্তা করে নয়।
আরও পড়ুনঃ মোগল সাম্রাজ্যের পতনের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল
তার কথায়, “আমি কাউকে জন্ম দিতে চাই না এবং কারণ আমি বিশ্বাস করি, জন্ম দেওয়া মানে কারও ওপর জীবন চাপিয়ে দেওয়া!” এখন আমার কথা হলো, যেহেতু ভুল করেই ফেলেছে তার বাবা-মা। তার মানে তার জীবনটাও তার বাবা-মা’র। তাইলে, তাকে মে… রে… দেওয়াই কি ভালো নয়?
তা ছাড়া দোষটা তো তার নিজের। কারণ সে হাজার লক্ষ কোটি শুক্রানুর সাথে লড়াই করে একাই জন্ম নিয়েছে। নিজের ইচ্ছেতেই। যতি তার ইচ্ছে না থাকতো তাহলে লড়াই করলো কেন? তখন হেরে যাইতো।