মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি ঃ
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রাষ্ট্রযন্ত্রের নিস্ক্রিয়তাকে দায়ী করেছে।
জানা গেছে, গাজীপুরে এক দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর দুটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রথমে বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে থানার সামনে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। এর ঠিক পরদিন, বৃহস্পতিবার রাতে, চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর রাষ্ট্রের নীরব অবস্থান ও দায়সারা ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে বলেন।
আরও পড়ুনঃ বান্দরবানে নিষিদ্ধ পলিথিন বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় পলিথিন জব্দ
সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তা প্রমাণ করে দেশে মত প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়েছে। আমরা তুহিন হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাই।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে।