বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ছত্রিশ জুলাই গণঅদ্ভুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ( ৫ই আগষ্ট) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিনের শুরুতেই সকাল সাড়ে ৮টায় মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে ১৯শে জুলাই ঢাকার মিরপুর – ১০ এলাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এ সময় শহীদের পিতা আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী
পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ বদরুদ্দোজা, মোড়লগঞ্জ থানার ওসি মোহাম্মদ মতলবুর রহমান উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, সমাজকর্মকর্তা গৌতম বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল, আইটিসি কর্মকর্তা ত্রিদিপ সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ।