বাক স্বাধীনতার রং
হানিফ রাজা
বাক স্বাধীনতা, অমরের প্রদীপ,
জীবনের রঙ্গে রাঙায় যে হৃদয় গোপন।
গর্জন আমার উড়ে যায় আকাশে,
শব্দেরা মিলে গায় একটি সুরেলা গান।
চাই না চুপ থাকতে, আঁধারের সাথে,
আমার কণ্ঠে গুনগুন করে স্বাধীনতার আশা।
মুক্ত কল্পনায় যেন ডানা মেলা,
হঠাৎ করে উড়ে যায় সব নিষেধের শাসন।
হৃদয়ের গভীরে ঢেউয়ের মতো,
আবেগেরা উঠে আসে মেঘের মতো।
আমি বলবো, তুমি বলবে,
বাক স্বাধীনতায় মিশে যায় সকল বাধা।
শব্দের সাথে আমি হেঁটে চলি,
কখনো লাগে ডুবে, কখনো জলে ভাসি।
আমার ভালবাসা আর প্রতিবাদের মেখলা,
আমি সেই চিত্রশিল্পী, আঁকি চারপাশে স্বাধীনতা।
আরও পড়ুনঃ ৩৬ জুলাই: ইতিহাসের পাতা জুড়ে নতুন এক সময়ের নাম
সমাজের চোখ রাঙানিতে ভয় নেই,
মুক্ত আলোতে, আমি বেড়ে উঠি সবে।
বাক স্বাধীনতা যেন ফুলের হাসি,
মনের কক্ষে খুঁজে পাই প্রেম, আনন্দের সবুজ রঙ।
অতীতের অসীম সংগ্রাম,
আজন্মের স্বাধীনতার গান।
একসাথে গাই, অটুট থাকি,
বাক স্বাধীনতার অগ্নিশিখায়, আমি হব উড়ন্ত ছাই।