খাঁটি খুজেন!
শ্যামল বণিক অঞ্জন
কিনতে গিয়ে খাঁটি খুঁজেন দই দুধ আর ঘি
খাঁটি খেয়েও চরিত্রটা হচ্ছে খাঁটি কি?
শিখেছেন কি বলতে খাঁটি চলতে খাঁটি পথ
আয় উপার্জন আছে খাঁটি আছেন খাঁটি সৎ?
আরও পড়ুনঃ উলিপুরে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনার প্রচারণা
আছে খাঁটি অর্থ বিত্ত খাঁটি ভিটে মাটি?
আছে খাঁটি টাকায় কেনা খাঁটি দুধের বাটি?
খাদ্য খাবার খাঁটি খুঁজেন নিত্য মালামাল
সকল খাঁটির সাথে খুঁজেন খাঁটি হইকাল।