বর্ষার বৃষ্টি
হাফিয রেদওয়ান
বর্ষা হলে বৃষ্টি ঝরে
ছন্দ তালে তালে,
ঝম ঝমাঝম টাপুর টুপুর
পড়ে টিনের চালে।
সন্ধ্যা হলে ঝুম ঝুম ঝুম
নাচে মেঘের পরি
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে
চমকে উঠি ডরি।
আরও পড়ুনঃ যাবার খবর এলো বুঝি – মজনু মিয়া
বৃষ্টি এসে ভালোবাসে
রাতের আধাঁর ভিজে,
মেঘের বুকে বিজলী বাতি
ভালো লাগে কি যে।