প্রিয় বাংলাদেশ
কুলসুম বিবি
ওগো আমার মাতৃভূমি
প্রিয় বাংলাদেশ,
সকল দেশের সেরা তুমি
রূপের নাইতো শেষ।
নদীর জলে ঢেউয়ে খেলে
মাঝিরা গান গায়,
মাঠের ফসল তুলে কৃষক
গাঁয়ের পথে যায়।
মায়ের মতো জন্মভূমি
প্রিয় বাংলাদেশ,
মাটির বুকে মায়া রাখা
দারুণ সুখের রেশ।
আরও পড়ুনঃ উলিপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
তোমার ছায়ায় শীতল দেহ
জুড়িয়ে যায় প্রাণ,
তোমার হাওয়ায় ভেসে বেড়ায়
মায়ের গায়ের ঘ্রাণ।