জসিনুর রহমান, জেলা রিপোর্টার নীলফামারী :
নীলফামারী জেলার জলঢাকা থানা পুলিশের অভিযানে মাদক কদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঘটনার বিবরণঃ গোয়েন্দ| তথ্যের ভিত্তিতে ৩০/০৭/২০২৫ খ্রিঃ পুলিশ সুপার ,নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন জলঢাকা থানা, এর নেতৃত্বে জলঢাকা থানার এসআই (নির’স্ত্র) মোঃ আবু বক্কর সিদ্দিক,
এসআই (নির’স্ত্র) প্রভাত চন্দ্র সরকার, এসআই (নির’স্ত্র) মোঃ গোলাম রব্বানী, এএসআই (নির’স্ত্র) মোঃ আহসান হাবিব, এএসআই (নির’স্ত্র) রাজেন্দ্রনাথ রায় সহ থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে ৩০/০৭/২০২৫ খ্রিঃ ১৭.১০ ঘটিকায় জলঢাকা থানাধীন ৯নং কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী খানাবাড়ী মসজিদের অনুমান ৫০০ গজ পশ্চিমে বিন্যাকুড়ি বিলের মাঝখানে আহেলার বাজার টু মীরগঞ্জ গামী পাঁকা রাস্তায় নির্মিত কালভার্টের উপর আসামী
১। মোঃ কবির উদ্দিন (৩০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মোছাঃ কমলা বেগম, সাং- পশ্চিম কাঁঠালী উত্তরপাড়া (চোরপাড়া), থানা- জলঢাকা, জেলা-নীলফামারীকে গ্রেফতার করাসহ তার হেফাজত হতে ৬০ (ষাট) পিচ ম|দকদ্রব্য ইয়|বা ট্যাবলেট, যার অ’বৈধ বাজার মূল্য অনুমান ১৮,০০০/-(আঠারো হাজার) টাকা উদ্ধার ও জব্দ করেন।
গ্রেফত|রকৃত আসামী ও অজ্ঞাতনামা ২/৩ জন আস|মী পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত গোপনে ম|দকদ্রব্য ইয়|বা ট্যাবলেট এলাকার যুব সমাজের নিকট বিক্রয় করতেছিল মর্মে জানা যায়।এছাড়াও গ্রেফতারকৃত আসামী একজন চো’র চক্রের সক্রিয় সদস্য। জলঢাকা থানাসহ নীলফামারী জেলার অন্যান্য থানায় তার বিরুদ্ধে একাধিক চু’রি মামলা রয়েছে।
আরও পড়ুনঃ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় মিছিল উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা প্রধান অতিথি সাইফুল ইসলাম
গ্রেফতারকৃত আসামীর বিরু`দ্ধে জলঢাকা থানায় ০৪ টি জিআর ও ০১ টি জিআর সাজা পরোয়ানা মূলতবী ছিল। অজ্ঞাতনামা আস|মীদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শীঘ্রই অজ্ঞাতনামা আস|মীসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফত|র করে আই’নের আওতায় আনা হবে।
গৃহিত ব্যবস্থাঃ গ্রেফত|রকৃত ও অজ্ঞাতনামা আস|মীদের বি’রুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২১, তারিখ-৩০/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ রুজু করা হয়েছে।