তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি:-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি দিনাজপুর এর উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, ৩০ জুলাই ২০২৫ বুধবার দিনাজপুর সদরের ২ নং সুন্দরবন ইউনিয়ন এলাকাস্থ হর্টিকালচার সেন্টারের সামনে রংপুর হতে দিনাজপুরগামী তৃপ্তি পরিবহনে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর এক যাত্রীর কাছে ২০০০ পিস ট্যাপপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ৬ নং ওয়ার্ডের তাতিপাড়া মাশিমপুর এলাকার মৃত সলেমান আলী’র পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান (৩১)।
আরও পড়ুনঃ জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুথানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ- ২০২৫
উদ্ধারকৃত ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-এর আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৩ লক্ষ টাকা। পরবর্তীতে ২০১৮ সালের ৩৬ (১) সরণণির ২৯ ধারায় আসামী মোঃ মোস্তাফিজুর রহমান (৩১) এর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ারলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।