বিনোদন ডেস্কঃ
এই নারী তার দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে করেই সবাইকে নিজের আসল চেহারা দেখার সুযোগ করে দিয়েছেন। অথচ চিত্রনায়ক সালমান শাহ্’র মৃত্যুর পর সব রকমের ঝামেলায়, দুঃসময়ে ঢাল হয়ে সামনে থেকে সেই দ্বিতীয় স্বামীই একে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করেছেন দেখেছি।
এমনকি তার ক্যামেরা ফোবিয়া আছে বলে এবং নানান অজুহাত দেখিয়ে দীর্ঘ সময় ধরে তাকে গণমাধ্যমের মুখোমুখিও হতে দেয়নি সেই দ্বিতীয় স্বামী। অথচ পরবর্তীতে একটার পর একটা টিভি চ্যানেলের প্রতিবেদকের, ইউটিউবারের ক্যামেরার মুখোমুখি হয়ে সে সমানে সাক্ষাৎকার দিয়েছে দেখেছি। সেসব সাক্ষাৎকার দেখে মনে হয়েছে তার ক্যামেরা ফোবিয়া ছিল? ডিভোর্সের পর মনে হয় ক্যামেরা ফোবিয়া কেটে গেছে।
আবার এখনো সে ফেসবুকে বিভিন্ন পেজে, গ্রুপে, কারো আইডিতে সালমান শাহ্ বিষয়ক পোস্ট দেখলেই সেখানে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে বা অন্যের কমেন্ট এর রিপ্লাই দেয় দেখতে পাই। কারণ, সালমান শাহ্ আত্মহত্যা করেছে ভক্তদের কাছে এমনটাই সে প্রমাণ করতে মরিয়া নানান ডকুমেন্টস, ছবি, নথিপত্র, পেপার কাটিং ইত্যাদি দেখিয়ে।
অথচ সে এটা একবারও ভাবে না যে, সালমান শাহ্ যদি সত্যিই আত্মহত্যা করেও থাকে সেখানে তার অর্থাৎ সামিরারও দায় অনেক। সেই সময়ে সালমানের সাথে ঘরে-বাইরে যা-কিছু ঘটেছে তার দায় সামিরা কিছুতেই এড়াতে পারেন না। কারণ, সে দর্শকনন্দিত এই নায়কের স্ত্রী ছিলেন যার উপর কোটি কোটি টাকা লগ্নি করা ছিল। সালমানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি তারা এবং সিনেমা ইন্ডাস্ট্রিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুতরাং প্রশাসনের খতিয়ে দেখা উচিত ছিল এটি প্ররোচিত আত্মহত্যার ঘটনা কি-না। এমন হলে সেই প্ররোচনায় যারাই সামিল ছিল তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা দরকার ছিল। কিন্তু অদৃশ্য কারণে তখন এসব বিষয় গুরুত্ব দেওয়া হয়নি।
১৯৯৬ সালের জুন, জুলাই এবং আগস্ট মাস সালমানের সংক্ষিপ্ত সিনেমা ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতার সময় ছিল। এমন কোনো নোংরামি, নোংরা রাজনীতি ছিল না যা সালমানের সাথে করা হয়নি। ঘরে, কর্মক্ষেত্রে তার স্বাভাবিক জীবনকে জাহান্নামে পরিনত করে দিয়েছে একটি চক্র। আর মনের মাধুরি মিশিয়ে গুজব ছড়িয়ে দেওয়া হত।
আরও পড়ুনঃ সাংবাদিকদের স্বার্থরক্ষায় বিএমএসএফ এর ১৪ তে পদার্পণ
এসব গুজব বাতাসের আগে ছড়িয়ে যেত পুরো এফডিসি। মনগড়া বানোয়াট নিউজ তো ছিলই, যা একের পর এক পরিবেশেন করা হত। চিত্রনায়িকা Shabnoorকে সালমান বিয়ে করে ফেলছে এমন নিউজও ছেপে দেওয়া হয়েছে তাদের অভিনীত একটি সিনেমার স্টিল ছবি জুড়ে দিয়ে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই। এই ছিল তখনকার বাস্তবতা। কারা করেছে বা করিয়েছে এসব সিনেমা ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট তখনকার যারা এখনো জীবিত আছেন তাদের অনেকেই জানেন।
সালমানের মানসিক শান্তি নষ্ট করে দিয়েছিল এরা সবাই মিলেই। আজ অন্যের মানসিক শান্তি নষ্টের কারণ যে হবে কাল তার মানসিক অশান্তির কারণও কেউ না কেউ হবেই। কর্মফল একদিন না একদিন ভোগ করতেই হয়। অসম্মানিতও হতে হয়। এটাই বাস্তব। 😭😭😭
#reelschallengereelschallenge #newsupdate2025 #Viralpostfacebook #foryoupageシforyou #StarsEverywhere #বাংলাদেশ #NewsUpdate