এম এ রউফ কাতারঃ
আগের রেমিট্যান্স যোদ্ধা পরিবার নেই আমরা, বদলে গেছে এখ্ন, আমরা ঐক্যবদ্ধ পরিবার ৯ কোটি। যদি কারও জানা না থাকলে সরকারি ভাবে খবর নেনন। আমাদের আইডি সরকারিভাবে রেজিস্টার্ড রয়েছে।
আমাদের কে লক্ষ্য করে অবৈধ ভাবে কেউ ব্যবহার করতে পারিবেন না
১৯৫ টা দেশ আমরা ঐক্যবদ্ধ পরিবার হতে পারছি। আমরা সফলতা অর্জন করেছি।
আরও পড়ুনঃ “আজহার ঘৃণার মুখপাত্র”—না, তোমাদের দাসত্বের আয়নায় ভাঙা সত্যের প্রতিচ্ছবি
আবারও প্রমাণিত হলো, রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। এ দেশের অর্থনীতির চালিকাশক্তির প্রধান নায়ক নায়িকা। , যারা পৃথিবীর বিভিন্ন দেশে নানা প্রতিকূল পরিবেশে অমানবিক পরিশ্রম করে দেশে রেমিট্যান্স প্রেরণ করছেন।
কি লেখবো যূগে যূগে ৫৫ বছর ধরে। দেশের উন্নয়ন লক্ষ্য উদ্দেশ্য করছি।
যে রেমিট্যান্সের প্রতিটি স্তরে রয়েছে অভিবাসী শ্রমিকদের অক্লান্ত , ত্যাগ আর দেশের প্রতি অগাধ ভালোবাসা। আর আপনারা কিছু অ দক্ষ মূর্খ নেতা আজে বাজে বক্তব্য ও কথা বলেন। বাকী কেউ যদি অজানা থাকে আমাদের বাতাস পাওয়া মাএ এদিকে সেদিক যাবেন না আমরা আশা করি।
আমাদের লজ্জা শরম করে। আমরা বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা পরিবার দেশ প্রেমিক। দেশপ্রেমিক কাকে বলতে হবে আগে জানতে হবে ।
এম এ রউফ কাতার
আমরা বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা পরিবার