প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
রোববার ( ২৮ জুলাই ) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পৌর সুপার মার্কেটের ৬ষ্ঠ তলায় নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র অফিস কক্ষে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি ভেঙ্গে দিয়ে ৩(তিন) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন-আহবায়ক এম এস জামাল, যুগ্ম আহবায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু নাছের ও মোঃ নাসির উদ্দীন মিরাজ ভূঁইয়া।
আরও পড়ুনঃ সুনামগঞ্জের জামালগঞ্জের ভাটি লালপুর গ্রামবাসীর উপর পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
উক্ত আহবায়ক কমিটি আগামী ৯০ কার্যদিবসের মধ্য ভোটার তালিকা প্রস্তুত ও কার্যকরী কমিটির নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারুল করিম মানিক, এমজি বাবর, প্রদীপ কুমার সেন, রিপন মজুমদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।