মোঃ দুলাল সরকার, গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৮ টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটির সকল সদস্যদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
সোমবার ২৮ জুলাই বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে গজারিয়া থানা প্রাঙ্গণে এই সমাবেশ ও আনন্দ মিছিল কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রে দেখা যায় বিকাল তিন ঘটিকা থেকে শুরু করে ৪ ঘটিকা পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে আনন্দ মিছিল নিয়ে সমাগত হওয়ায় থানা প্রাঙ্গণ মিয়ামি রেস্টুরেন্ট সম্মুখীন।
ঘোষণা কৃত আহবায়ক কমিটির সদস্যদের কে অভিনন্দন ও শুভেচ্ছার সমাবেশ পরিণত হয়েছে জন সমুদ্রে। উপজেলা বিএনপি সদস্য সচিব, আব্দুর রহমান শফিক সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব দল সাবেক সহ-সভাপতি, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি, আলহাজ্ব মজিবুর রহমান, উপজেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মাষ্টার, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস মিয়াজী মোহন,
আরও পড়ুনঃ দেশজুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের- ওয়াসিম সিদ্দিকী
মুন্সিগঞ্জ জেলা জাসাস সভাপতি, হাসান জাহাঙ্গীর,কেন্দ্রীয় কমিটি ছাত্রদল সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসিম,যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহম্মদ রতন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আহছান,সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুন সরদার, উপজেলা যুবদল আহবায়ক ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলি হোসেন,
যুবদল যুগ্ম মাহাদী ইসলাম,ফারুক আহমেদ, মৎস্য জীবিদল, সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল, আহবায়ক, রিফাত, বিএনপি কেন্দ্রীয় কমিটি ছাত্রদল নেতা , বায়জিদ আহম্মদ শ্রাবণ , বোরহান উদ্দিন ভূঁইয়া,বছির উদ্দিন মিয়াজী, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত তাঁতি,
সহ অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।