স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
কিপাইত নগর মোয়াজ্জিন বাড়ির যুব সমাজের উদ্যোগে পবিত্র আহলে বায়তে রাসূল (সাঃ) শোহাদায়ে কারবালার স্বরণে তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভান্ডারীয়া ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আনজুমানে মোত্তাবিনে শাহ এমদাদীয়া পূর্ব মাইজভান্ডার ও কিপাইত নগর শাখার সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখার সভাপতি মোঃ মাসুদুল করিম মাসুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিপাইত নগর শাহী মোঃ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মওলানা মোঃ রেজাউল করিম কাদেরী। আরো উপস্থিত ছিলেন ঢালকাটা জিলানী এবতেদায়ী মাদ্রাসার সুপার মওলানা মোঃ শামসুল আলম হেলালি।
আরও পড়ুনঃ ভাঙনের মুখে পানছড়ির লোগাং অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠ
আরো উপস্থিত ছিলেন গামরী তলা মিয়াজান মুন্সির জামে মসজিদের খতিব জনাব মৌলানা তৌহিদুল আলম কাদেরী। জনাব মৌলানা নুরুল আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যর মধ্যে বলেন আমরা দিন দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছি কারন আমরা আমাদের হক সম্পর্কে অবগত হতে পারতেছি না। সুন্দর সমাজ বির্নিমানে বর্তমান যুগ সন্ধিক্ষণে হক প্রতিষ্টা করার জন্য শাহাদাতে কারবালা আদর্শ বুকে ধারন করা যুব সমাজের একান্ত প্রয়োজন।
আলোচনা শেষে মওলানা মোঃ সামসুল আলম হেলালীর মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।