মোঃ বশিরুল হক সিনহাঃ
এটা হচ্ছে প্রায় দুই দশক আগের ভিডিও যেখানে হযরত জোলানী বলেছিলেন যে বাশার আল আসাদ হচ্ছেন ইসরাইলের চর! এই ‘কাফের আসাদ’কে পরাজিত করার পর তিনি আল আকসা মুক্ত করার অভিযানে ঝাঁপিয়ে পড়বেন!
বাংলাদেশের ফেসবুকের জোলানীরা তখন এই কথাগুলো বাংলা অনুবাদ করে ‘সত্য’ বুঝার জন্য বহূ নসীহা শেয়ার করেছিলেন।
আরও পড়ুনঃ রাঙ্গামাটির লংগদুতে নবাগত ইউএনও এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা
আজ ট্রাম্প ঘোষণা করেছেন যে সিরিয়ার ‘জিহাদী সরকারে’র উপর অবরোধ তুলে নেয়ার জন্য শুধু ‘খলিফা এরদোগান’ এবং উপসাগরীয় আমীর-ওমরাহই অনুরোধ করেননি, নেতানিয়াহুও করেছেন।
সাক্ষাৎ ইবলিসের অনুরোধ ছাড়া সুলতান বা আমির বা অন্য কোন হোমরা-চোমরাদের তিনি গোনায় ধরেন না।