নিউজ ডেস্কঃ
গুঞ্জন যেভাবে রটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে আগে সারা টেন্ডুলকারের বিয়ের শানাই বাজার কথা। তবে শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের সত্যতা মেলেনি। ওদিকে চুপিচুপি প্রেম করে আংটি বদল করে ফেলেছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। দ্রুতই তাই শচীনের ঘরে বাজতে যাচ্ছে বিয়ের শানাই। পাত্রী ভেটেরিনারি চিকিৎসক সানিয়া চান্দোক।
সানিয়া ভারতের খ্যাতনামা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম ব্যবসা রয়েছে। বাগদত্তা সানিয়া অর্জুনের চেয়ে বয়সে এক বছরের বড়। পশু চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। তার নিজস্ব পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে।
দীর্ঘদিন ধরেই অর্জুন-সানিয়ার সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। অনুষ্ঠানে দুই পরিবারের কাছের আত্মীয়স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের ম্যাচে সানিয়াকে মাঠে দেখা গেছে একাধিকবার। সারা টেন্ডুলকারের সঙ্গেও তার ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে।
আরও পড়ুনঃ গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
অর্জুন অবশ্য বাবার মতো আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে পারেননি। ২০২৩ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় বাঁহাতি অলরাউন্ডারের। ঘরোয়া ক্রিকেটে তিনি এখন গোয়ার হয়ে খেলছেন। আইপিএল থেকে অর্জুন এখনও পর্যন্ত আয় করেছেন ১ কোটি ৪০ লাখ টাকা।
বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে তিনি বছরে ৩০ লাখ টাকা পান। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকে আয় করেন আরও প্রায় ১০ লাখ টাকা। সব মিলিয়ে ক্রিকেট থেকে তাঁর বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ৪০ লাখ টাকার মতো। তবে পারিবারিক সূত্রেই তিনি প্রায় ২২ কোটি টাকার সম্পদের মালিক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
অর্জুনের এখনও পর্যন্ত নিজের বাড়ি নেই। মুম্বইয়ে ২০০৭ সালে শচীনের কেনা ৩৯ কোটি টাকার ম্যানসনেই থাকেন তিনি। ছোট থেকেই বিলাসবহুল পরিবেশে বেড়ে ওঠা অর্জুনের জীবনযাত্রা তাই নিজের আয়ের সঙ্গে মেলানো কঠিন।
ক্রিকেট ক্যারিয়ারে অর্জুন এখনও পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৩২ রান ও ৩৭টি উইকেট নিয়েছেন। ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪২টি ম্যাচ। আইপিএলে তার নামের পাশে আছে ৫ ম্যাচে ৩ উইকেট।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.