আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী চিকিৎসাসেবা কার্যক্রম। ২০০৬ সালে স্থাপিত ভিত্তিপ্রস্তরের প্রায় ১৯ বছর পর সোমবার (৩০ জুন) বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বহুল প্রত্যাশিত সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন বিএনপি সরকারের সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। দীর্ঘদিন অবকাঠামো নির্মাণ কার্যক্রম থমকে থাকলেও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে অস্থায়ী প্ল্যাটফর্মে শুরু হলো বিনামূল্যের চিকিৎসাসেবা।
আরও পড়ুনঃ তালতলীতে শ্রমিক লীগ নেতার হুমকিতে তোলপাড়!
চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।
সভাপতিত্ব করেন কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
🔹 এনামুল হক নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি🔹 হাবিবুর রশিদ সন্ধান, সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল🔹 মমিনুল হক মমিন, সাংগঠনিক সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি🔹 শাহাদাত হোসেন খান সাগর, সাংগঠনিক সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি🔹 হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, গাবতলী পৌর বিএনপি
এছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়—
প্রথম পর্যায়ে প্রতি মাসে একদিন এবং ১০ দিন অন্তর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই চিকিৎসাসেবা চালু থাকবে। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “এই চিকিৎসাসেবা আমাদের বহুদিনের চাওয়া। আগে একটু চিকিৎসার জন্যও গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা শহরে যেতে হতো। এখন হাতের কাছে এই সেবা পেয়ে আমরা খুবই আনন্দিত।”
বিএনপি নেতা মোর্শেদ মিল্টন বলেন,
“এই হাসপাতাল তারেক রহমানের একটি স্বপ্নের প্রকল্প। আজ অস্থায়ীভাবে হলেও চিকিৎসাসেবা চালু করে আমরা সেই স্বপ্নকে বাস্তবতায় পরিণত করার প্রথম পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ স্থায়ী হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন,
“এই চিকিৎসাসেবা কার্যক্রম কেবল একটি প্রকল্প নয়, এটি একটি নতুন দিগন্তের সূচনা। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দীর্ঘ ১৯ বছর পর কাগইলের জনগণের নিজস্ব উদ্যোগ ও রাজনৈতিক সদিচ্ছায় যে সেবা চালু হলো, তা নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু চিকিৎসাসেবারই নয়, বরং একটি স্বপ্নপূরণের সূচনালিপি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.