কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহজালাল চৌধুরী, আইন বিষয়ক বিশেষ সম্পাদক, জামায়াতে ইসলামী বাংলাদেশ, কক্সবাজার জেলা। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।