“হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ” জামালপুর জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার: জামালপুর
মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে আসা জাতীয় মানবাধিকারভিত্তিক সংগঠন “হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ” সম্প্রতি জামালপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। সংগঠনের নির্বাহী প্রধান এ. কে. এম. নূরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ১৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ হইতে আগামী ৬ (ছয়) মাস পর্যন্ত এই আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ খন্দকার, আর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম, মনিরুজ্জামান ও ফারুক মিয়া।
কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—
মোঃ আলামিন, মোঃ আলী হোসেন, মাহাবুবুর রহমান, জামিল আহমেদ, প্রদীপ সাহা এবং আলামীন শেখ।
মোট ১১ সদস্য বিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে জামালপুর জেলায় মানবাধিকার কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নির্বাহী প্রধান এ. কে. এম. নূরুল আমিন।
তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার রক্ষায় ‘হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ’ কাজ করে যাচ্ছে, জামালপুর জেলা কমিটি এই কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।”
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আসিফ খন্দকার বলেন, আমরা জামালপুর জেলার প্রতিটি থানায় এবং ইউনিয়নে মানবাধিকার বিষয়ক কার্যক্রম প্রসারিত করব। সমাজের যে কোনো অবিচার, নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষভাবে কাজ করে যাবো।”
যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান জানান, তারা দলমত নির্বিশেষে মানবতার পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।
কমিটির সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালাবো। স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় মানবাধিকার রক্ষায় আমাদের ভূমিকা আরও কার্যকর হবে।”
জামালপুর জেলায় গঠিত এই আংশিক আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দায়িত্বে থাকবে।
নির্বাহী প্রধান এ. কে. এম. নূরুল আমিন এর স্বাক্ষরিত অনুমোদনপত্রে উল্লেখ করা হয় যে, এই কমিটি শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের নীতি ও আদর্শ অনুযায়ী কাজ করবে এবং মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।