হায়রে বাংলাদেশ!!!
"তাছলিমা আক্তার মুক্তা
আমি কিন্তু বিশাল নেতা
হাতে ভীষণ বল ,
হাত'টা যদি চালাই একবার
দেখবে ফলাফল ।
চান্দা চাইছি দিয়ে দিবে
কিসের বাহানা ,
পকেটে যদি হাত চলে যায়
প্রাণ থাকবে না ।
খালা গেলো চাচি গেলো
কে করেছে কি ?
আমি কিন্তু আসল নেতা
খাঁটি গাওয়া ঘী ।
নিরাপদে ব্যবসা করবি
আমার এলাকায় ,
নিরাপদে রাখতে সবাইকে
সামান্য চান্দা চাই ।
আরও পড়ুনঃঅদেখা রূপসীর খোঁজে
নিচ্ছি আমি চায়ের খরচ
সবাই বলে চাঁদা ,
বয়সে আমি সবচেয়ে ছোট
তাও সবাই বলে দাদা ।
পোলাপানে সিগারেট ধরিয়ে
দেখবো মোবাইল ফোন ,
এসব বিল মেটানোর জন্য
কয়ডা টেকা গুন ।
খুশি মনে দিয়ে দিলে
হয়না তো আর কেচাল,
টাকার কথা বলতে গেলেই
শুরু হয় তোদের ফাল ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.