স্মৃতির পাতায়- সাংবাদিক মোহাম্মদ আলম।
আচ্ছা, আপনি কত বছর বাঁচলেন?
ষাট বছর? নাকি একটু কম?
না হয় ধরলাম পঁচাত্তর…
আশি তাও কি একটু বেশি হয়ে গেল?
টিক টিক করে সময় যাচ্ছে,
আর ‘টুক’ করে হাত থেকে ফসকে যাচ্ছে সেই সময়টুকু।
শেষ হয়ে যাবে একদিন —
একটা মানুষের কাছে যদি কয়েকশ কোটি টাকা থাকে,
তবে তার বিলাসিতা মানায়।
কিন্তু যার হাতে মাত্র কয়েকশ টাকা,
তার টাকার বিলাসিতা মানায় না।
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো,
তবে সময়ের বিলাসিতাও আপনাকে মানাত।
এই অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা সম্পর্ক
আর অপ্রয়োজনীয় ব্যস্ততায় সময় নষ্ট।
সুযোগ কোথায়
তার চেয়ে বড় ফ্যামিলিকে সময় দিন,
ভালো বই পড়ুন,
চমৎকার কোনো জায়গা থেকে টুক করে বেরিয়ে আসুন।
রাত জেগে আকাশ দেখুন,
ভোরে সূর্যোদয় উপভোগ করুন।
সন্ধ্যায় পাখিদের ঘরে ফেরার দৃশ্যটা একবার দেখুন।
নদীর ঢেউ হাতে ছুঁয়ে অনুভব করুন।
একটু ভাবুন
আজকের এই দিনটা যদি আমাদের জীবনের শেষ দিন হয়,
তবে আমাদের প্রিয় পরিবারটির কি হবে
অবশ্যই, আল্লাহ দেখবেন।
তবে যাদের জন্য আমরা এত সময় নষ্ট করি,
তাদের যদি আর সময় না দিতে পারি,
তবে এই ক্ষণিক জীবনের মূল্য কোথায়
আসুন,
আমরা নেক আমলের মাধ্যমে,
সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করার চেষ্টা করি।
হয়তো আজকের দিনটা সফল না হলেও
পরকালের জীবনটা সফল হয়ে যেতে পারে