মোঃ সোহেল রানা
(ক্রাইম রিপোর্টার)
স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পুলিশ বাহিনীর পেটোয়া দুই কর্মকর্তা শেখ মারুফ হাসান ও শেখ মেহেদী হাসান পলাশ কে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৩ শে আগস্ট ~ ২০২৪ ইংরেজি বৃহস্পতিবার বেলা ১২ টায় খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপি’র উদ্যোগে তেরখাদা টি এন্ড টি চত্বরে মানববন্ধনে বক্তারা অবিলম্বে অতিঃ আইজিপি ( অবঃ) শেখ মারুফ হাসান , অতিঃ ডিআইজি শেখ মেহেদী হাসান পলাশ কে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাউছার আলী।
তিনি বলেন , খুনি শেখ হাসিনা সরকারের কুলাঙ্গারেরা আমাদের ঘরে থাকতে দেয়নি। এই দুষ্কৃতিকারী দলের সদস্যরা আমাদের উপর নানাভাবে মামলা হামলা চালিয়েছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী , সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন , যুগ্ম আহবায়ক মোঃ একরাম হোসেন জমাদার , উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা হুমায়ুন কবীর ,
যুগ্ন আহবায়ক শেখ আজিবার রহমান , রবিউল ইসলাম লাখু , মোঃ গোলাম মোস্তফা ভুট্টো , মোঃ সাইফুল ইসলাম , শেখ ওহিদ মোড়ল , মোল্লা কামরুল ইসলাম , মোঃ শামীম আহমেদ রমিজ , ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর , চৌধুরী মেহেদী হাসান , জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী আছাবুর রহমান , মোঃ ফোরকান আলী , হাসিব ফকির , মোঃ আসাদ , আবু তালেব শেখ, মুন্না পারভেজ , ইকরামুল শিকদার , উপজেলা বিএনপি’র সদস্য মোল্লা পাবেল আহমেদ , কবির আহমেদ প্রমূখ।