বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ করা যোদ্ধাদের কণ্ঠ—জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)

বিশেষ প্রতিনিধিঃ
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ করা যোদ্ধাদের কণ্ঠ—জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)।

২০১৭সাল থেকে বাংলাদেশে যখন বাকস্বাধীনতা ছিল সংকুচিত, যখন মাঠে এবং অনলাইনে সত্য বলা ছিল অপরাধের শামিল—
ঠিক সেই সময়ে একঝাঁক সাহসী তরুণ গর্জে উঠেছিলো মাঠে এবং অনলাইনে।
স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, জুলুম-নিপীড়নের বিরুদ্ধে, বিএনপির পক্ষে এবং জনগণের অধিকারের পক্ষে। তাদের মধ্যে অন্যতম ছিলো জিয়া প্রজন্ম দল-জেড পি ডি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ন্যায় নিবেদিত প্রাণ (জেট পি ডি) একটি শক্তি।

আরও পড়ুনঃ ইউসিটিসিতে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত

আজকে যারা মুখে মুখে বলে ভুঁইফোড় এবং ভুয়া সংগঠ—এরা তখন ছিলো জেলে এবং ঘরতে লুকিয়ে , বিএনপির ক্লান্তি লগ্নে জিয়া প্রজন্ম দল (জেড পি ডি) তখন জীবনের মায়া ত্যাগ করে মাঠে এবং অনলাইনে তাদের মুক্তির দাবিতে প্রতিবাদ করে তৃণমূল বিএনপি প্রেমীদের মনে অনুপ্রেরণা যোগিয়েছেন !

যারা আজ ভুঁইফোড় এবং ভুয়া সংগঠন বলছে তাদের অনেকেই বাস্তবে হাসিনা বিরোধী আন্দোলনে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএনপির পক্ষে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ গড়ে তোলা ছিলো আমাদের কাজ ষড়যন্ত্রমূলক কনটেন্ট ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরিয়া কেন আজ উনারা !

দলের দূর সময় যদি উনারা আমাদের বলতো জিয়া প্রজন্ম দল (জেড পি ডি) ভুঁইফোড় এবং ভুয়া তাহলে হয়তো শত শত জিয়া প্রজন্ম রাতদিন পরিশ্রম করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে এই প্লাটফর্ম জিয়া প্রজন্ম দল নিয়ে কষ্ট করতো না দলের দূর সময় এই জিয়া প্রজন্ম অ্যাক্টিভিস্টরাই অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য তুলে ধরেছে মাঠে এবং অনলাইনে আওয়ামী লীগ কে দাঁতভাঙা জবাব দিতে।

বাস্তবতা হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব অনুধাবন করেছেন যে—
যে যেভাবে পারেন! সেই প্ল্যাটফর্মগুলো থেকে বিএনপিকে আরও সুসংগঠিত ও সক্রিয় করেন! আওয়ামী লীগের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে জয়লাভ করতে হলে সংগঠিত ও দক্ষ জনশক্তি তৈরি করতে হলে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ গড়ে তুলতে হবে
আর সেই লক্ষ্যেই জিয়া প্রজন্ম দল(জেড পি ডি)নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কিছু কুচক্রী মহল, যাদের অস্তিত্ব বাস্তবে তেমন নেই—
তাঁরাই নামে-বেনামে আমাদের কে বিএনপির বাহিরে রাখার চেষ্টা করছে—
কিন্তু আমরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাচ্ছি যে দলের দূর সময় জিয়া প্রজন্ম দল-জেড পি ডি) বা বিএনপির প্রকৃত অনলাইন যোদ্ধাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়েছে।

আরও পড়ুনঃ চরণদ্বীপ দরবারের ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

একটি ভুয়া বিজ্ঞপ্তি কিংবা অনুমাননির্ভর বক্তব্য ছড়িয়ে তারা বিএনপির অভ্যন্তরীণ সংহতি নষ্ট করতে চাচ্ছে।

আমরা স্পষ্ট করে জানাতে চাই:
✅ জিয়া প্রজন্ম দল জেড পি ডি (জেড পি ডি)কখনও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেনি।
✅ আমাদের কোনও সদস্য দলের বদনাম করে না বরং দলের জন্য নিজেদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করেছে এবং করে যাচ্ছে
✅ আমরা প্রোপাগান্ডার জবাব দেই তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে।

যারা আজ বিভ্রান্তিমূলক সংবাদ ছড়াচ্ছেন,
তারা প্রকৃতপক্ষে বিএনপির মাঠে এবং অনলাইন শক্তিকে দুর্বল করার অপচেষ্টা করছেন।
অথচ এই জিয়া প্রজন্ম সৈনিকদের অবদানই আজ বিএনপিকে মাঠে এবং অনলাইনে ফ্রন্টে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

👉 দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি অনুরোধ—
এই মুহূর্তে বিভ্রান্তি নয়, ঐক্য গড়ে তুলুন।
যেসব সংগঠন বাস্তবভিত্তিক নয় বা প্রমাণিত কোনো কাজ নেই—তাদের পরিচয় যাচাই করুন।

🎯 আমরা স্পষ্টভাবে বলছি—জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)কোনো কাল্পনিক ব্যানার নয়,
এটা আন্দোলন, এটা চেতনার নাম।
আমাদের অস্তিত্ব গঠিত হয়েছে ত্যাগ আর দেশপ্রেম দিয়ে— মোঃ সারোয়ার হোসেন রুবেল প্রতিষ্ঠাতা জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)


এই বিভাগের আরও খবর