শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ করা যোদ্ধাদের কণ্ঠ—জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)

বিশেষ প্রতিনিধিঃ / ৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ করা যোদ্ধাদের কণ্ঠ—জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)।

২০১৭সাল থেকে বাংলাদেশে যখন বাকস্বাধীনতা ছিল সংকুচিত, যখন মাঠে এবং অনলাইনে সত্য বলা ছিল অপরাধের শামিল—
ঠিক সেই সময়ে একঝাঁক সাহসী তরুণ গর্জে উঠেছিলো মাঠে এবং অনলাইনে।
স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, জুলুম-নিপীড়নের বিরুদ্ধে, বিএনপির পক্ষে এবং জনগণের অধিকারের পক্ষে। তাদের মধ্যে অন্যতম ছিলো জিয়া প্রজন্ম দল-জেড পি ডি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ন্যায় নিবেদিত প্রাণ (জেট পি ডি) একটি শক্তি।

আরও পড়ুনঃ ইউসিটিসিতে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত

আজকে যারা মুখে মুখে বলে ভুঁইফোড় এবং ভুয়া সংগঠ—এরা তখন ছিলো জেলে এবং ঘরতে লুকিয়ে , বিএনপির ক্লান্তি লগ্নে জিয়া প্রজন্ম দল (জেড পি ডি) তখন জীবনের মায়া ত্যাগ করে মাঠে এবং অনলাইনে তাদের মুক্তির দাবিতে প্রতিবাদ করে তৃণমূল বিএনপি প্রেমীদের মনে অনুপ্রেরণা যোগিয়েছেন !

যারা আজ ভুঁইফোড় এবং ভুয়া সংগঠন বলছে তাদের অনেকেই বাস্তবে হাসিনা বিরোধী আন্দোলনে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএনপির পক্ষে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ গড়ে তোলা ছিলো আমাদের কাজ ষড়যন্ত্রমূলক কনটেন্ট ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরিয়া কেন আজ উনারা !

দলের দূর সময় যদি উনারা আমাদের বলতো জিয়া প্রজন্ম দল (জেড পি ডি) ভুঁইফোড় এবং ভুয়া তাহলে হয়তো শত শত জিয়া প্রজন্ম রাতদিন পরিশ্রম করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে এই প্লাটফর্ম জিয়া প্রজন্ম দল নিয়ে কষ্ট করতো না দলের দূর সময় এই জিয়া প্রজন্ম অ্যাক্টিভিস্টরাই অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য তুলে ধরেছে মাঠে এবং অনলাইনে আওয়ামী লীগ কে দাঁতভাঙা জবাব দিতে।

বাস্তবতা হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব অনুধাবন করেছেন যে—
যে যেভাবে পারেন! সেই প্ল্যাটফর্মগুলো থেকে বিএনপিকে আরও সুসংগঠিত ও সক্রিয় করেন! আওয়ামী লীগের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে জয়লাভ করতে হলে সংগঠিত ও দক্ষ জনশক্তি তৈরি করতে হলে মাঠে এবং অনলাইনে প্রতিবাদ গড়ে তুলতে হবে
আর সেই লক্ষ্যেই জিয়া প্রজন্ম দল(জেড পি ডি)নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কিছু কুচক্রী মহল, যাদের অস্তিত্ব বাস্তবে তেমন নেই—
তাঁরাই নামে-বেনামে আমাদের কে বিএনপির বাহিরে রাখার চেষ্টা করছে—
কিন্তু আমরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাচ্ছি যে দলের দূর সময় জিয়া প্রজন্ম দল-জেড পি ডি) বা বিএনপির প্রকৃত অনলাইন যোদ্ধাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়েছে।

আরও পড়ুনঃ চরণদ্বীপ দরবারের ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

একটি ভুয়া বিজ্ঞপ্তি কিংবা অনুমাননির্ভর বক্তব্য ছড়িয়ে তারা বিএনপির অভ্যন্তরীণ সংহতি নষ্ট করতে চাচ্ছে।

আমরা স্পষ্ট করে জানাতে চাই:
✅ জিয়া প্রজন্ম দল জেড পি ডি (জেড পি ডি)কখনও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেনি।
✅ আমাদের কোনও সদস্য দলের বদনাম করে না বরং দলের জন্য নিজেদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করেছে এবং করে যাচ্ছে
✅ আমরা প্রোপাগান্ডার জবাব দেই তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে।

যারা আজ বিভ্রান্তিমূলক সংবাদ ছড়াচ্ছেন,
তারা প্রকৃতপক্ষে বিএনপির মাঠে এবং অনলাইন শক্তিকে দুর্বল করার অপচেষ্টা করছেন।
অথচ এই জিয়া প্রজন্ম সৈনিকদের অবদানই আজ বিএনপিকে মাঠে এবং অনলাইনে ফ্রন্টে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

👉 দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি অনুরোধ—
এই মুহূর্তে বিভ্রান্তি নয়, ঐক্য গড়ে তুলুন।
যেসব সংগঠন বাস্তবভিত্তিক নয় বা প্রমাণিত কোনো কাজ নেই—তাদের পরিচয় যাচাই করুন।

🎯 আমরা স্পষ্টভাবে বলছি—জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)কোনো কাল্পনিক ব্যানার নয়,
এটা আন্দোলন, এটা চেতনার নাম।
আমাদের অস্তিত্ব গঠিত হয়েছে ত্যাগ আর দেশপ্রেম দিয়ে— মোঃ সারোয়ার হোসেন রুবেল প্রতিষ্ঠাতা জিয়া প্রজন্ম দল (জেড পি ডি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category