নিজস্ব প্রতিনিধিঃ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তাহার লজ্জা না থাকায় আজও ক্ষমতায় বসে আছে। দেশের চলমান পরিস্থিতি সৃষ্টির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার অযোগ্য দায়িত্বের পরিচয় বহন করে, ব্যার্থতার পরিচয় দিয়েছে।
আজ দেশের চলমান পরিস্থিতি দিন দিন বেড়েই চলেছে। দেশের চলমান পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী বলে দেশের মানুষ মনে করে। বিগত বৈষম্যেের সাথে যুক্ত থাকায় তাদের পতন হয়েছে । বর্তমান অন্তর্বর্তী সরকার একই পথে হাটছে।
যদি তা না হয়, গত ১০ মাসে আইন বিচারের অপব্যবহার করে দেশে দুর্নীত্ অনিয়ম,লুটপাট, চাঁদাবাজি খুন, ধর্ষণ, ভূমি দখল সহ সকল ঘটনা ঘটেছে যে তাদের কে আইনের আওতায় আনা হয় নাই কেন।
যেমন কুকুর কাউকে কামড়াল, সে মানুষ যদি কুকুর কেও কামড়ায় তাদের আচরণ এমন হয় কিনা দেশবাসির কাছে প্রশ্ন? ভবিষ্যতে তাদের কে একই পরিনতি ভোগ করতে হবে। এই ভাবে চলতে থাকলে দেশের আইন শৃঙ্খলা বেহাল অবস্থা হবে বলে মনে করি।আইন বিচারের তামাশা দেখতে চায় না দেশের মানুষ।
আরও পড়ুনঃ লাকসাম উপজেলা প্রশাসনের নেতৃত্বে অবৈধ ড্রেজার মেশিং নষ্ট করে দেওয়া হয়
প্রধান উপদেষ্টা নিজের আত্মীয় স্বজনরা ও প্রধান উপদেষ্টার পরিচয় প্রভাব বিস্তার করে তাদের ব্যাবসা বানিজ্য সহ বিভিন্ন সুবিধা ভোগ করে যাচ্ছে। এখনো সময় আছে, তামাশা বন্ধ করুন, তা না হলে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেননা। সময়ে জবাব দিতে প্রস্তুত দেশের মানুষ।
ড, ইউনুসের পালিত দলের নেতাদের সম্পদের হিসাব তদন্ত করে জাতির কাছে প্রকাশ করে প্রমাণ করুন। আপনি ন্যায়নীতির পথে ছিলেন কিনা। আপনার সাবেক দৃশ্যমান অপকর্ম গুলি করার কারণে আপনি নিজেও বিতর্কিত হয়েছেন। তাদের বিচার না করে দেশটাকে পিছিয়ে নেওয়া হয়েছে।
এর জন্য দায়ী সাবেক বিতর্কিত উপদেষ্টারা, তাদের বিচার করতে হবে। এখনো কিছু রাজনৈতিক দল দেশের সকল পরিস্থিতির বিষয়ে অবগত রয়েছে। কিন্তু তাদের সার্থে তাহারা মুখ খুলছে না। ইতিমধ্যে নতুন রাজনৈতিক দলের সভাপতির বাড়ির পুকুরে টাকার বস্তুা পাওয়া গেছে। তাদের সম্পদের পাহাড়ে পরিনত হয়েছে।
তাদের দলের নেতা কর্মীদের অনৈতিক কর্মকান্ডের, ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।এর পরেও তাদের বিরুদ্ধে বরতমান সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহন করেননি। অবশ্যই সকল বিষয়ে দেশবাসী অবগত রয়েছে। বাংলার মানুষ কোন দুর্নীতিবাজকে ক্ষমা করবে না। জবাব দেওয়া সময়ের ব্যাপার মাত্র।
মোঃ আবুল হাসেম ,
সভাপতি,
বাংলাদেশ সর্বজনীন দল।