তাসলিমা আক্তার
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ ১৪ এপ্রিল রবিবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব বিশিষ্ট গীতিকার কবি খলিল আহমদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি জাতীয় কবিতা পরিষদ এর সভাপতি অধ্যাপক কবি ড. মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন উক্ত ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক কবি ড. আমিনুর রহমান সুলতান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী এবং বিশিষ্ট বাউল শিল্পীরা হাজার হাজার দর্শনার্থীদের মাতিয়ে রাখেন। গানের ফাঁকে ফাঁকে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে।
এর আগে ফাউন্ডেশনের উদ্যােগে সোনারগাঁও এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের পরিকল্পনায় লোক ও কারুশিল্প চর্চা চত্বর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি এবং তিনি মেলায় অংশ গ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রখুখ উপস্থিত ছিলেন।