ডেস্ক রিপোর্টঃ
বেহাল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে খাদে ট্রাক উল্টে এতে থাকা একের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান ও বাড়ি।প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। আজ বুধবার (৪ জুন) ভোর সাড়ে চারটার দিকে শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানির প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা গেছে, গত কয়েক বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে।