শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

সিদ্ধিরগঞ্জে কোমল মিনিবাসের রাজত্ব

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ২২ জুলাই, ২০১৮

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
প্রভাবশালী বলে কথা। প্রভাবশালীরা যা খুশী তাই করবে এটাই নাকি স্বাভাবিক। মানছে না আইনকানুন। সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাস্তার পাশে কোমল মিনিবাস পার্কিং করে যাত্রী উঠা নামা করাচ্ছেন। এতে করে সাধারন পথচারীদের চলাচলের সমস্যা হলে কার কি যায়। প্রতিবাদ করার সাহস তো পাচ্ছেনই না, আবার প্রতিবাদ করলেই তো মারধরসহ নানা ধরনের হয়রানি হচ্ছে প্রতিবাদি যুবকরা। ক্ষমতার অপব্যবহার করে এক শ্রেনী কিছু দুর্নীতিবাজ নেতারা দলের দুর্নাম করছে। এসব দুর্নীতিবাজ নেতারা নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন। চিটাগাংরোডে কোমল মিনিবাসের একক রাজত্ব। কারন মিনিবাস গুলোর শেল্টারদাতারা হচ্ছেন খুবই প্রভাবশালী। দীর্ঘদিন যাবৎ চিটাগাংরোডের মহাসড়কের পাশে এক অংশ দখল করে নিয়েছে কোমল মিনিবাস। কোমল বাস অবৈধ ভাবে পার্কিং করার কারনে পথচারীদের দুর্ভোগসহ দুর্ঘনার কবলে পড়তে হচ্ছে। নেই কোন ধরনের কোমল বাসের প্রয়োজনীয় কাগজপত্র। এসব গাড়ী কি ভাবে রাস্তায় চলে এটা নিয়ে এখন নানা প্রশ্ন সচেতন মহলের। শুধু কোমল পরিবহন নয়, বেকার পরিবহন, মনজিল পরিবহন, ৭১ পরিবহন, বন্ধু পরিবহন, দুরন্ত পরিবহন, শীতালক্ষ্য পরিবহন, সিএনজি, লেগুনাসহ আরো কয়েকটি পরিবহন চিটাগাংরোডে অবৈধ দখল করে নিয়েছে। এসব পরিবহনের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতেও হিমসিম খাচ্ছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে প্রতিমাসে কোটি কোটি টাকার বানিজ্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়েছেও একাধিক বার সংঘর্ষ। প্রশাসন ও এসব প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা গাড়ীর বিরুদ্ধে নিতে পারছে না ব্যবস্থা। ব্যবস্থা নিলে দেখা গেছে সেই অফিসারকে দুরে কোথাও করে দিবে বদলী। চিটাগাংরোডের ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্য জীবনের বাজি রেখে মহাসড়কে ধুলো বালি ঝড় বৃষ্টির মধ্যে যানজট নিরাসনের জন্য কাজ করে যাচ্ছে। অথচ কিছু প্রভাবশালীদের শেল্টার দেওয়া গাড়ী গুলো অবৈধ ভাবে পার্কিং করার কারনে যানজট সৃষ্টি হচ্ছে ফলে ট্রাফিক পুলিশে চেষ্টা বিফলে যাচ্ছে। কোমল মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীরের মুঠোফোনে কল করলে তিনি বলেন আমার গলায় সমস্যা আমি কথা বলতে পারবো না। এসব পরিবহনের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহন করবেন সেটার দিকে তাকিয়ে আছেন সাধারন পথচারী এবং ভুক্তভোগীরা।


এই বিভাগের আরও খবর