শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

সিএনজি অটোরিকশা ধর্মঘট অব্যাহত ॥ তিন ঘন্টা মহাসড়ক অবরোধ

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ 
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো সোমবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে সিএনজিচালিত অটোরিক্সা মালিক-শ্রমিকরা।

তবে দুর্ভোগের মাত্রা আরো বাড়ে বিক্ষুব্ধরা কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করার ফলে। এতে মহাসড়কের দু’পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়।

ধর্মঘটের পাশাপাশি সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে । এতে করে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারনে সীমাহীন ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা। পরে পুলিশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু করে।

আরও পড়ুনঃ নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র আহবায়ক কমিটি গঠিত

ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকেই জেলা জুড়ে প্রধান প্রধান সড়কসহ মহাসড়কে সব ধরনের সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্দ শ্রমিকরা ব্যাটারিচালিত অটোরিক্সা যেন চলাচল না করতে পারে সেজন্য বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে ব্যাটারি চালিত রিকসা চলাচলে বাঁধা দেয়। যাত্রীদেরকে জোরপূর্বক অটোরিকসা থেকে নামিয়ে অটোরিকসার চাকার হাওয়া ছেড়ে দেয়।

এতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে। বিশেষ করে নারী, শিশু ও রোগীরা খুবই কষ্ট করে। ধর্মঘটের কারনে চাপ বেড়েছে বাসসহ অন্যান্য গণপরিবহনে। তবে দুর্ভোগের মাত্রা আরো বাড়ে বিক্ষুব্ধরা কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায়। ফলে যানবাহনের যাত্রীরা পায়ে হেটে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুনঃ সুনামগঞ্জের জামালগঞ্জের ভাটি লালপুর গ্রামবাসীর উপর পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পরে পুলিশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ৩ ঘন্টা পর বেলা ১২টার দিকে যান চলাচল শুরু করে।
তবে সিএনজিচালিত অটোরিক্সা মালিক-শ্রমিকদের ৩ দফা দাবি (জব্দকৃত সকল সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে দেয়া, পারমিট অনুযায়ী জেলার সর্বত্র অবাধ চলাচল এবং ট্রাফিক বিভাগের হয়রানি বন্ধ করা) আদায় না হওয়া পর্যন্ত সিএনজি অটোরিকশার ধর্মঘট চলমান থাকবে বলে জানিয়েছেন সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।

ভুক্তভোগীরা জানান, গত দুই দিন ধরে সিএনজি অটোরিকশার যে ধর্মঘট চলছে এতে আমাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিশুদের নিয়ে পায়ে হেটে চলাচল করতে হচ্ছে। এর মধ্যে সড়ক অবরোধ করার ফলে আমাদের জন্য দুর্ভোগের শেষ নেই। আমরা এসব সমস্যার সমাধান চাই।

এ ব্যাপারে জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ স্বপন মিয়া বলেন, তিন দফা দাবি আদায়ে আমাদের ধর্মঘট কর্মসূচী চলছে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।

আরও পড়ুনঃ নরসিংদীর শেখেরচর বাবুরহাটে শান্তির সুবাতাস, বণিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, সিএনজিচালিত মালিক সমিতির বিভিন্ন দাবি রয়েছে। সেজন্য তারা মহাসড়ক অবরোধ করেছিল।

মালিক-শ্রমিকদের জানানো হয়েছে চলমান সমস্যা নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সকলে মিলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরও খবর