সুমন ফ্রান্স থেকেঃ
যদিও সালমান এফ রহমান রয়েছেন বাংলাদেশের কারাগারে এবং তাঁর পুত্র শায়ান ফয়জুর রহমানের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড বা ১৫০০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
সম্প্রতি (দু’ সপ্তাহ আগে) শায়ানের স্ত্রী (সাবেক বিএনপি নেতা মোর্শেদ খানের কন্যা) শাজরেহ রহমানকে, ফ্রান্সের কাণ শহরে একটি জাঁকজমকপূর্ণ বিয়েতে অংশ নিতে দেখা যায়।
আরও পড়ুনঃ *পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার: কুরআনের নির্দেশ ও মানবিক দায়িত্ব*
অনুষ্ঠানে শাজরেহ রহমানকে Hermes এর একটি ক্লাচ (যার মূল্য ৩৫,০০০-৪৫,০০০ ডলার) এবং সম্ভবত বিনা গোয়েনকা/হাজুরি লালের ডায়মন্ড-এমারেল্ডের একটি চোকার/নেকলেস সেট পরিহিত লক্ষ্য করা যায়, বিশেষজ্ঞ জুয়েলার’রা মতামত দিয়েছেন এই সেটের মূল্য কমপক্ষে হলেও ৪০০,০০০ ডলার হতে পারে।
উল্লেখ্য, সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে গত বছরের আগস্টে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শায়ান ও পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে।