সাভার প্রতিনিধিঃ
সাভারের ভাকুর্তা এলাকায় আব্দুল মালেক (৩৫) নামের এক স্বর্ণের গহনা তৈরির কারিগরকে হত্যার পর মরদেহ গাছে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে থানা পুলিশ। তবে আটকের বিস্তারিত জানায়নি পুলিশ।
শনিবার (২১ জুন) বিকেল তিনটার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ছোলাই মার্কেটের একটি দোকানে গহনা তৈরির কাজ করতেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ১৪৭ ময়মনসিংহ ২ আসনে ফুলপুর-তারাকান্দা বহু গুণে গুণান্বিত জননেতা মোতাহার হোসেন তালুকদারের বিকল্প নেই
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেন, বিকেলে ওই এলাকায় আব্দুল মালেক নামের এক গহনা তৈরির কারিগরের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে থানা পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। তবে ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা নাকি অন্যকিছু।
এবিষয়ে সাভার মডেল থানার (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড,তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে। মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।