হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচন আগামী ২৪ জুন মঙ্গলবার। গত ১৪ জুন থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। খবর বাপসনিউজ।
নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই আগাম ভোটদানে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, আগাম ভোটের দ্বিতীয় দিনের (রোববার) শেষে মোট ৬৬ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন। ভোটাররা আগামী ২২ জুন পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন।
র্যাঙ্কড চয়েস ভোটদানের কারণে সরকারি ফলাফল জানতে ১ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে এই ভোটে ভোটাররা একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারছেন। আগামী ৪ নভেম্বর মেয়র পদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ নিউইয়র্কের নায়াগ্রা ফলসে ফোবানা সম্মেলন ২৯-৩১ আগস্ট : ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি’
উল্লেখ্য, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেয়ায় ব্যালটে নাম থাকছে না বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামসের। নির্বাচনে একমাত্র রিপাবলিকান প্রার্থী হচ্ছেন কনজারভেটিভ অধিকারকর্মী কার্টিস স্লিওয়া।
এদিকে নিউইয়র্ক টাইমসের এডিটরিয়াল বোর্ড এবারের মেয়র নির্বাচনে তারা কোনো প্রার্থীকে এনডোর্স করবে না বলে আগাম ঘোষণা দিলেও ১৬ জুন সোমবার আকস্মিকভাবে তারা জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে।