শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

সাতক্ষীরায় আত্মসমর্পণ করা বনদস্যুদের মাঝে র‍্যাবের ঈদ উপহার

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ১২ জুন, ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সুন্দরবনের আত্মসমর্পণকারী ৫৬ জন বনদস্যুর মাঝে র‌্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১২ জুন) মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে ঈদ উপহার নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ করে র‌্যাব-৮।

র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব বনদস্যুকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রীর বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের আত্মসমর্পনকারী বিভিন্ন বনদস্যু বাহিনীর ৫৬ জনকে ঈদ উপহার দেওয়া হয়েছে। তারা স্বাভাবিক জীবনে ফিরে এখন কাজকর্ম করছেন এবং পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। তারা যাতে ভালোভাবে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাদের এই উপহার দেওয়া হয়েছে। আত্মসমর্পণ করার পর থেকে তাদের দিকে লক্ষ্য রাখা হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিচ, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। ঈদের আগ মুহূর্তে র‌্যাবের পক্ষ থেকে উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত অতীতের দস্যুরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। সেই শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। সরকারের পক্ষ থেকে এ সকল জল-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে অধিকাংশ মামলা বিজ্ঞ আদালত নিষ্পত্তি করেছেন। বাকি মামলাও নিষ্পত্তির লক্ষ্যে যথাযথ আইনি কার্যক্রম চলছে।


এই বিভাগের আরও খবর