সোহরাব হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি-
সাতক্ষীরার মাহামুদপুর থেকে ১০ হাজার পিচ ভারতীয় ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের মাহামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা বৌবাজার এলাকার মোঃ ফজর গাজী’র ছেলে মোঃ শাহিন গাজী (২৩) ও মোঃ মিন্টু গাজী’র ছেলে মোঃ নাছিবুল (১৮)।
সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন বিজিবি,র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ভোমরা সীমান্তের মেইন পিলার-৩ এর নিকট দিয়ে চোরাকারবারী মাদকদ্রব্য নিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে।
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে সী-ট্রাক কে ৫০হাজার টাকা জরিমানা
এমন সংবাদ ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ সেলিম আহম্মেদ এর নেতৃত্বে এবং সিপাহী মোঃ ইমরান হোসেন এর সহায়তায় মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ী কে আটক করলে তাদের কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করাহয়।
এসময় তাদের ব্যাবহারিত মোটরসাইকেলটি ও জব্দ করা হয়।এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ কৃত আলামত ও আটককৃত আসামীদের থানায় সোপর্দের কার্যক্রম চলছিল।