সাঘাটায় সামাজিক সংগঠন “নবস্বপ্নে অগ্রজের স্পর্শ ” এর পথচলায় আলোচনা সভা।
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় দক্ষিণ যোগীপাড়া গ্রামে ফারহানা রহমান মিষ্টি গড়ে তুলেছেন মনোনশীল ” নবস্বপ্ন পাঠাগার ও নবস্বপ্নে অগ্রজদের স্পর্শ ” নামের এক সামাজিক সংগঠন ।
মাটি ও মানুষের ভালোবাসা নিয়ে নতুন উদ্যোমে উদ্যোগ নেওয়া একজন নারীর সমাজ উন্নয়নে অগ্রজদের নিয়ে এক চ্যালেঞ্জিং প্রত্যাশা।
বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনী ( আভ্যিয়েশন এন্ড এরোস্পেস এন্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ) কর্মকর্তা মো: মন্তেজার রহমান একজন মানবিক ও বড় মনের মানুষ। মানুষের মনের সুপ্ত প্রতিভার বিকাশে বিভিন্ন সংগঠনে সহযোগী হয়ে দীর্ঘদিন কাজ করে চলেছেন।
যাহার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে তাহারই সহধর্মিণী লেখক ও কবি ” ফারহানা রহমান মিষ্টি ” অনেকদিন যাবৎ একটি পাঠাগারের পাশাপাশি প্রতিটি পরিবারে সদস্য সদস্যাদের পরিবারের বৃদ্ধ বৃদ্ধাদের যত্নে উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠা করেছেন
” নবস্বপ্নে অগ্রজের স্পর্শ ” এটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক তিনি নিজেই।
মুখে থাকুক মিস্টি হাসি-বয়োজ্যেষ্ঠদের ভালোবাসি, এই শ্লোগানে বিগত সময় ধরে সোশাল মিডিয়ায় একাধিক সারা জাগিয়ে পরিচিতিও অর্জন করেছেন মিষ্টি।
এরই আলোকে আজ ২৫ অক্টোবর-২০২৫ইং সকাল ১০ ঘটিকায় সাঘাটা বাজার সরেজমিন বার্তার অফিসে মনোরম পরিবেশে জাগ্রতচিত্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারহানা রহমান মিষ্টির সভাপতিত্বে, প্রধান উপদেষ্টা SUS ও সাংবাদিক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ: সাইদুর রহমান, উদ্যোগক্তা মন্তেজার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : সাংবাদিক ও কবি আবু তাহের।
আমন্ত্রিত অতিথি ছিলেন- কবি মোঃ মির্জা নূরুন্নবী, সাংবাদিক বরুণ সিংহ, কবি ওমর ফারুক মাস্টার, সাঘাটা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা আবু তাহের মোঃ তোফাজ্জল হোসেন, ঘুড়িদহ ইউপি সদস্য আঃ রাজ্জাক মন্ডল। সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা আনিছুর রহমান, সাঘাটা উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ সম্পাদক সুলতান আহম্মেদ, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, সাঘাটা উন্নয়ন সংস্থার সাঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আলি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডেন্টিস ইসমাইল মোল্লা সবুজ, জাকির হোসেন, আরও অনেকে উপস্থিত ছিলেন।