প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
দায়িত্বশীল ও দক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
> সাংবাদিকদের সাথে রাষ্ট্রযন্ত্রের বিমাতৃসূলভ আচরণ বন্ধ করতে হবে। বিগত ৫৪ বছরে রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের হারানো ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুবা পেশাটির অস্তিত্ব বিলুপ্তির পথে যাবে।
সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা শাখার সভাপতি এস এম শাহিন আহম্মেদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিকে রাসেল।
আরও পড়ুনঃ বালিয়াকান্দিতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপন, সেচ্ছাসেবকদল নেতা পাপ্পু আহাম্মেদ, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় নেতা এস.এস. রুশদী ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে ২৫ সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.