জেলা প্রতিনিধি :
বন্ধু মহল ঠাকুরগাঁও জেলায় অবস্থানে কিচেন পার্কে ছবিতে বন্দী হোই। যা সংবাদকর্মীর পাঁচ জনের একজন সাংবাদিক- সহকর্মী মজিবর রহমান শেখ আমাদের মাঝ থেকে নিলেন চির বিদায় । আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ———রাজিউন ।
তিনি অফুরন্ত ভালোবাসতেন। সময় সময়ে পারস্পারিক ভাবে খোজ খবর নেওয়ার রীতি যেন এক অন্য রকম ছিল । কিন্তু বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থতা জনিত ঠাকুরগাও হাসপাতাল ও গত রবিবার রংপুর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নেন।
আরও পড়ুনঃ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে পছন্দ করে না – তারেক রহমান
গতকাল পর্যন্ত চিকিৎসারত অবস্থায় পরিবারের মাধ্যমে খোজ নিয়ে দোয়া রাখি। শেষ হলো খোঁজ খবর নেওয়া। ওই সহকর্মী অকাল সময়ে আমাদের হৃদয় থেকে চির বিদায় নিলেন – আমরা গভীর শোকাহত।