এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন নবাগত সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শনে আসলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজ-খবর নেন এবং শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ে এটি ছিল তাঁর প্রথম দিনের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন। এর আগে তিনি কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরবর্তীতে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করতে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।