শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

সরাইলে মোস্তফা কামাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: আসামিদের স্বীকারোক্তি

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে জানিয়েছে হত্যাকাণ্ডের মূল আসামি পারভেজ (৩৫)।

গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বর্ডার বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে (পাশ্ববর্তী নন্দী পাড়া) নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান ব্যবসায়ী মোস্তফা কামাল। হত্যার পর তার সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে যায় হত্যাকারীরা।এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) অজ্ঞাতনামা আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মোস্তফা কামালের স্ত্রী মোছাঃ ইয়াছমিন আক্তার।

ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যাকাণ্ডে’র পর থেকে আসামিদের গ্রেফতার করতে অভিযানে নামে সরাইল থানা পুলিশ। ঘটনার রাতেই বর্ডার বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী পারভেজ (৩৫) ও পরের দু-দিনে হিরণ মিয়ার ছেলে কাউছার (৩২) ও একই এলাকার সুমন (২৬) কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ বর্ষা- ডা কাজী আনোয়ার বাঘাবারো বাঘাবারো

এর মাঝে অন্যতম আসামি পারভেজ মিয়া গত শুক্রবার (২ আগস্ট) আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, ব্যবসায়ী মোস্তফা’র কাছে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেই চারজন মিলে হামলা চালায় তারা তবে ছিনিয়ে নেওয়ার এক পর্যায়ে বাধার সম্মুখীন হলে তারা তাকে কুপিয়ে হত্যা করে। তবে ছিনিয়ে নেওয়া ব্যাগে আসামি পারভেজের দেওয়া ভাষ্যমতে ১ লাখ টাকা থাকলেও নিহতের পরিবারের দাবি ব্যাগে ছিলো ৪ লাখ টাকা।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, কালিকচ্ছ বর্ডার বাজার এলাকার একটি অপরাধ চক্র বহুদিন ধরেই মোস্তাফা’কে লক্ষ্য করে আসছিল। অপরাধী সেই চক্র এলাকায় মাদক ব্যবসা, জুয়া, ছিনতাই, চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে ভয়ে অনেকেই কথা বলে না। এর আগেও ব্যবসায়ী মোস্তফাকে একাধিকবার ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল, তবে প্রতিবারই তিনি অল্পের জন্য রক্ষা পান। ভয়ে তিনি ঘটনাগুলো কাউকে জানাননি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ নুরনবী জানান, “আমরা পুরো হত্যাকাণ্ডের মোটিভ ও অংশগ্রহণকারীদের শনাক্ত করতে পেরেছি। চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি একজনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান।

এদিকে কালিকচ্ছ এলাকার সচেতন মহলের দাবি, বর্ডার বাজার বরাবরই ‘রেড জোন’ হিসেবে পরিচিত। নানা জেলা থেকে এসে গড়ে ওঠা এই আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদক ব্যবসা, জুয়া, ছিনতাই ও দস্যুতা। প্রশাসনের একশ্রেণির মদদে এই চক্র অনেকটাই ধরাছোঁয়ার বাইরে ছিল।

এলাকাবাসী বলছে, মোস্তফা হত্যার বিচার যেন কেবল কয়েকজন গ্রেপ্তারে শেষ না হয়। চক্রের পেছনের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে কালীকচ্ছকে ‘ক্রাইম ফ্রি জোন’ হিসেবে পুনর্গঠন করার দাবি জানান তারা।


এই বিভাগের আরও খবর