এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ২০ জন আহত হয়েছেন। উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে বিকালে ফুটবল খেলছিল। খেলা চলাকালীন সময়ে দুই পক্ষের দুই ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরে ঘটনা ঘটে। এর জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে স্থানীয় ধানের ফসলি জমিতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় অন্ধকার নেমে আসলে টর্চ লাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে উভয় পক্ষের এ সংঘর্ষে পাকা ধানের ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হলেও কে নেবে কৃষকের এ ক্ষতির দায়ভার এমনটায় এলাকার সচেতন মহলের জিজ্ঞাসা।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।