সমুদ্র বিলাস
আহাম্মদ উল্লাহ
একদিন সমুদ্র আমায় ডেকেছিল কাছে- ছুটি নেই যে জীবনে;
সুতোয় বাঁধা স্বপ্ন সকল- মাঘের রাতে পূর্ণিমায় নির্জনে নোনা জলের কাছে।
মধুবালা তুমি নীল জলরাশি, তার দুই রূপ নির্জন-গর্জন;
নীলরঙা নাবিক আমি,গাত্রবর্ণ মিলে দুই হৃদয়ে।
বেদনা দগ্ধ হৃদয়াবতী রমণী-
নীলকণ্ঠহারে অপরূপ তার শোভা দেখেছি একদিন।
বুনোফুলের সুগন্ধিতে মাখানো ছিল আষাঢ়ে কেশ;
তুমি বুঝি সেই নারী, হৃদয় লুকিয়েছ কেন হৃদয়ের কাছে?
কেন ধুয়েছিলে গা সমুদ্রে জলে- আজো তার রূপ লেগে আছে গায়;
যতবার যাই আমি সমুদ্রের কাছে- পৃথিবীর গায়ে হাত রাখি
বুনো অন্ধকার কেশ তোমার, জড়িয়ে নিয়ে যায় আমায় নোনাজলের কাছে।