বরাবর,
জেলা প্রশাসক মহোদয়
বরিশাল জেলা সদর,
বরিশাল-৮২০৯, বাংলাদেশ।
বিষয়: ভুমি অফিসের দুর্নীতির অভিযোগ এবং বাড়ীতে অবস্থান করেই সারা জীবন চাকুরী করে দুর্নীতি ও অনিয়ম চালাবে সেই প্রসংগে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি সাংবাদিক মো: আবু ছালেহ বিপ্লব বিশেষ প্রতিনিধি (ক্রাইম) জাতীয় দৈনিক নব যুগান্তর প্রতিদিন পত্রিকা আমি এই মর্মেঅভিযোগ করিতেছি যে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কনকদিয়া তহসীল অফিসে ঘুস ব্যাতিত একটি কাজও হয়নি এবং ম্যাডাম সেবা গ্রাহকদের মাতৃকালীন ছুটির দিনেও গ্রাহকদের ফোন দিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে মিউটেশন সহ সকল কাজের জন্য কন্ট্রাক্ট করার পরে সহকারী তহসিলদার ম্যাডাম টাকার বিনিময়ে দুর্নীতি করার জন্য মাতৃত্ব কালীন সময়ে ছুটির দিনেও অফিসে এসে ঘুসের টাকার বিনিময়ে কাজ করে পরে বাড়ীতে অবস্থান করে পুনরায় নতুন নতুন গ্রাহকদের ফোন দিয়ে এই ধরনের অপকর্ম ও দুর্নীতির আখড়া গড়ে তুলেছেন এবং সহকারী তহসিলদার ম্যাডাম এর কোন বদলী হয়না কেন সেটা আমার বোধগম্য নয় একজন সহকারী তহসিলদার ম্যাডাম তার সম্পদের হিসাব নেয়ার জন্য আমি আপনার কাছে অনুমতির প্রার্থনা করছি এবং সহকারী তহসিলদার ম্যাডাম এবং তহসিলদার সহ সকল ভুমি অফিসের এসিল্যান্ড ও তহসিলদার সহ সকলের সম্পদের হিসাব খুঁজে বের করে আমি আপনাকে জানাবো এবং তহসিলদার ম্যাডাম এবং তহসিলদার সহ সকল ভুমি, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান এর দুর্নীতির বিরুদ্ধে কঠিন হুশিয়ারি এবং দুর্নীতিবাজ অফিসারদের দুর্নীতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন সহ বদলী ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে এবং সাংবাদিকদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করে সকল অফিসের দুর্নীতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বিনীত অনুরোধ করছি এবং সাংবাদিক যাতে যে কোন তথ্য প্রমাণিত করার জন্য যে কোন প্রকার দুর্নীতির ফাইল ও সকল তথ্য কালেকশন করতে পারে তাই সাংবাদিককে সেই ব্যাপারে সাহায্য সহযোগিতা করার জন্য অনুমতি প্রদান করতে আমি আপনার কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি এবং তহসিলদার সহ সকল এর কল রেকর্ড রয়েছে যা দিয়ে দুর্নীতি প্রমাণিত করা অনেক সহজ হবে এবং আমি ১০০% নিচ্চিত তাই এই ব্যাপারে জেলা প্রশাসক এর হস্তক্ষেপ কামনা করছি।
অতএব উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে সাংবাদিকদের সঠিকভাবে সকল তথ্য কালেকশন করার জন্য অনুমতি প্রদান করে সমাজের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ভাবে কাজ করার জন্য অনুমতি প্রদান করার জন্য আপনার অনুমতি প্রদান করতে আজ্ঞা হয়।
বিনীত নিবেদক
সাংবাদিক মো: আবু ছালেহ (বিপ্লব)
বিশেষ প্রতিনিধি (ক্রাইম)
মোবাইল: +৮৮০-১৭৮০-০৮২৯২৩।
অংগীকারনামা
(আমি এই মর্মে অংগীকার করিতেছি যে আমি একজন সাংবাদিক হয়ে রাষ্ট্রেবিরোধী কোন প্রকার কাজ করবো না এবং টাকার বিনিময়ে কারো কাছেই বিক্রি হবেন না আল্লাহর কসম করে আমি এই অংগীকার করলাম এবং সমাজের দুর্নীতি ঠেকাতে জিরো টলারেন্স থেকে যথাযথ দ্বায়িত্ব পালন করতে সক্ষম হবো)