সন্ধ্যারেখা
– নবাব শাহজাদা
রাখা যায় না কিছুই ধরে,
তবুও রাখি মনে যতনে।
হারিয়ে যাওয়া দিনগুলি আজও,
চলে ফিরে স্মৃতির রথে।
কে যেন ডেকে বলে কিছু,
আসলে কেউ নেই পাশে।
একাকী এই পথচলা,
সময়ের রেখা চোখের কোণে।
পাতাঝরা দিনে হাঁটি ধীরে ধীরে,
নীরব হাওয়া ডাকে গোপন তীরে।
ছায়ারাও আজ গল্প বলে চুপে,
সুর ভাসে যেন এক অচেনা রূপে।
আরও পড়ুনঃ বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল
দিন গেলো ধীরে, রেখা ফেলে বালুকায়,
স্মৃতি কেবলই চোখের কোণে ভাসায়।
চেনা কণ্ঠস্বর শোনা যায় না আর,
থেমে থাকে সব, তবুও যায় পার।
কখন যে থেমে যায় সময়ের স্রোত,
কে বা তা জানে? বাজে শুধু নীরব নোট।
চুপচাপ আমি থাকি নিজ খেয়ালে,
হারিয়ে যাই নীরব এক দেয়ালে।