সতেরো বছর বিপ্লবী পথ, অনেক হেটেছো ভাই!- মোঃ সুমন
ত্যাগীরা ভীষণ রুগ্ন শুগ্ন,
পকেট তাদের ফাঁকা!
তাদের গায়ে নেই অতো বল,
ঘুরাবে দলের চাকা!
তারচেয়ে বরং দমন পীড়ন,
সহ্য করার পরে!
ক্লান্ত দেহের বিপ্লবীরা,
থাকুন নিজের ঘরে!
সতেরো বছর বিপ্লবী পথ,
অনেক হেটেছো ভাই!
একযোগে আজ সব ত্যাগীদের,
বিশ্রাম নেওয়া চাই!
আরও পড়ুনঃ বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়
দলকে নিয়ে অযথাই শুধু,
ভাবনা করিস মিছে!
দল চালাতে হাজারটা লোক,
হঠাৎ নেতার আছে!
আগে পিছে নাচবে দালাল,
চাটুকারিতার ঢঙ্গে!
নির্বিচারে করতালি দিবে,
নেতার কথার সঙ্গে!