স্টাফ রিপোর্টারঃ
শেরপুরের শ্রীবরদীতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম ১৪৩২ বঙ্গাব্দ আবির্ভাব তিথি জন্মষ্টমী উপলক্ষে দেশ জাতী ও বিশ্ববাসীর শুভ মঙ্গল কামনায় শুভ পথযাত্রা অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রাধা বল্লভ জলংগা পাড়া ও রক্ষাকালী ঠাকুরানী মাতা
ও নাগ মন্দির কর্তৃক আয়োজিত কর্ণঝোড়া আজ সকাল ১১ টায় সময় রেলি হয় কর্ণঝড়া বাজার থেকে মন্দির পর্যন্ত সার্বিক সহযোগিত শ্রীকৃষ্ণ জন্মষ্টমী উদযাপন পরিষদ ও শ্রীবরদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী
লিটন প্রসাদ রায় ও ,শ্রী,পরিতোষ চন্দ্র র্বমন,সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ জন্মষ্টমী উদযাপন পরিষদ ও শ্রীবরদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের
আরো উপস্থিত ছিলেন কর্ণঝড়া মন্দির সভাপতি, শ্রী বিপ্লব চন্দ্র র্বমন,ও পেশাগত দায়িত্বে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানা সিংঙ্গাবরুনা ইউনিয়ন বিট কর্মকর্তা এস আই
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নুরুন্নবী ভোলা গ্রেফতার
খোরশেদ ও এ এস আই সেলিম, আরো উপস্থিত ছিলেন শ্রী অনন্ত চন্দ্র, শ্রী গনেশ চন্দ্র, বমন শ্রী শিপন চন্দ্র, র্বমন,প্রমুখ, রেলি শেষ করে, চলে যায় রাণীশিমুল ইউনিয়ন সিংগার ভিটা বলসীপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি মন্দির সভাপতি শ্রী কুন্ডেশ্বর চন্দ্র র্বমন এর সভাপতিত্বে আরেকটি রেলি শুরু হয় শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি মন্দির
হইতে গুডুর দোকানের মোর পর্যন্ত রেলির সার্বিক সহযোগিতায়, শ্রী লিটন প্রসাদ রায়, ও শ্রী,পরিতোষ চন্দ্র র্বমন,আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক,শ্রী সুবিলাশ চন্দ্র র্বমন,উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার রানী শিমুল ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল মাজেদ,প্রমুখ।