রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

শ্যালকের চড়ের প্রতিশোধ নিতেই শ্যালিকা ও দুই শিশু কন্যাকে গলাকেটে হত্যা করে দুলাভাই

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে স্ত্রীর সাথে বিরোধের জের ধরে শ্যালিকা ও তার দুই শিশু কন্যাকে গলাকেটে হত্যা করে দুলাভাই আব্বাস ব্যাপারী (৩৫)। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজের সামনে থেকে তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করে আব্বাস ব্যাপারী জানিয়েছে, প্রায়ই তার স্ত্রী তার সাথে রাগ করে শ্যালক হাসান ও শ্যালিকা নাজমিনের বাড়িতে চলে আসত। কয়েকদিন আগে তার শ্যালক হাসান তাকে চড় মেরে আব্বাসের স্ত্রী, সন্তানসহ তার শ্যালিকা নাজমিনের ফ্ল্যাটে চলে আসে। এর জের ধরেই বৃহস্পতিবার সকালে আব্বাস এই তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটায়।
ঘাতক আব্বাস পটুয়াখালী জেলার পইক্কা গ্রামের আবুল কালামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ বাতেনপাড়া এলাকায় ভাড়া থাকতো। পেশায় সে বাবুর্চী।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত নাজমিনের স্বামী সুমন মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার ৬তলা ভবনের ৬ তলার বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহতরা হলো- সুমন মিয়ার স্ত্রী নাজমিন বেগম (২৬), তাঁর দুই মেয়ে নুসরাত (৮) ও খাদিজা (২)। একই সময় ঘটনাস্থল থেকে রক্তাক্ত জখম অবস্থায় নাজমিনের বোন ও আব্বাস ব্যাপারীর মেয়ে সুমাইয়াকে (১৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর ্আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, পারিবারিক কলহের জের ধরেই তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঘটনাটি ঘটেছে। এ হত্যাকান্ডের মূলহোতা নিহত নাজমিনের দুলাভাই আব্বাস। আব্বাসের সাথে তার স্ত্রীর বিরোধ ছিল। ওই বিরোধের কারণেই রাগ করে প্রায়ই স্ত্রী ইয়াসমিন আব্বাসের শ্যালিকার বাসায় চলে আসে। ইয়াসমিন একটি গার্মেন্টে চাকরি করে। বৃহস্পতিবার সকালে সে কারখানায় চলে গেলে শ্যালিকা ও তার দুই মেয়েকে গলাকেটে হত্যা করে। আর আব্বাস তার প্রতিবন্ধী মেয়েকেও হত্যার চেষ্টা চালায় ।
এদিকে আব্বাসের মেয়ে আহত সুমাইয়া হাসপাতালে পুলিশকে জানান, তার বাবা আব্বাস ব্যাপারীই তাকে হত্যার চেষ্টা করেছে এবং তার খালা নাজমিন বেগম ও তার দুই মেয়েকে হত্যা করেছে।
নিহতের নাজমিনের ছোট ভাই হাসান জানান, প্রায়ই মাদক সেবন করে আমার বড় বোনের স্বামী আব্বাস মিয়া বাড়িতে এসে মারধর করতো সকলকে। এ ঘটনায় তার বোন ও ভাগ্নি সুমাইয়া বাড়ি থেকে লুকিয়ে খালার বাসায় বুধবার (১৮ সেপ্টেম্বর) চলে আসে। মনে হয় এর পরই আব্বাস বাসায় এসে তিনজনকে হত্যা করে।
নিহতের স্বামী সুমন জানান, নিহত নাজমিনের স্বামী সুমন সানাড়পাড় এলাকায় জোনাকি পাম্প স্টেশনের চাকরী করে। ডিউটি শেষে সকালে সুমন বাসায় ফিরে দেখে স্ত্রী ও দুই কন্যার লাশ পড়ে আছে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, এ হত্যাকান্ডের মূলহোতা আব্বাস ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে জানিয়েছে, ঘটনার কয়েকদিন আগে তার শ্যালক হাসান তাকে থাপ্পড় দেয়। আর এ কারণেই সে প্রতিশোধ নিতে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে নিশ্চিত করেছে। আরো বিস্তারিত জানার জন্য তাকে রিমান্ডে নেয়া হবে।


এই বিভাগের আরও খবর