শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকনঃ

দীর্ঘ আশা উদ্দীপনার পর  ২৫শে মে ২০২৫,রবিবার,বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৎসরের সেরা নৌবিহার ।আয়োজনে ছিলো শোটাইম মিউজিক এন্ড প্লে । পাওয়ার বাই গোল্ডেন এজ হোমকেয়ার এবং শাহ নেওয়াজ গ্রুপ ।শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

ফিতা কেটে উদ্বোধন করেন বহুল জনপ্রিয় ব‍্যাক্তি এম্পায়ার কেয়ার এজেন্সির সম্মানিত প্রেসিডেন্ট এবং সিইও নুরুল আজিম । এতে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান , নবনির্বাচিত আমেরিকা বাংলাদেশ ইন্টারন্যাশনাল লায়নস ক্লাবের সেকেন্ড ভাইস গভর্নর এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ গ্রুপের সভাপতি এবং সিইও শাহ নেওয়াজ ।শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

গ্রেন্ড স্পন্সর ছিলো নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার এর সিএফও জাহিদ আলম । আহবায়ক এবং মেম্বার সেক্রেটারি দায়িত্বে ছিলেন “কিম এন্ড এসোসিয়েটস ল’ফার্ম এর পরিচালক ইন্জিনিয়ার আবদুল খালেক এবং এডভোকেট রেডওয়ানা রাজ্জাক সেতু ।আকর্ষণীয় রাফেল ড্র স্পনসর করেন প্রথম পুরস্কার গোল্ড চেইন, ব্লুগ্রীন ইন্সুরেন্স এর ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান, ২য় পুরস্কার আইফোন, নাবিলা এয়ার ট্রাভেল এর প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ , ৩য় পুরস্কার স্মার্ট টিভি, নিউইয়র্ক এর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মামা’স গ্রুপের পরিচালক লিটু চৌধুরী ।শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়া এবং মিয়া মোহাম্মাদ দুলাল ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামিম রেজা,রাজী শাখাওয়াৎ হোসেন আজম,শাহ শহিদুল হক সাঈদ, কাজল মাহমুদ,সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,আ-টিভি পরিচালক সাংবাদিক রিমন ইসলাম ,বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,তারেক ,আহসান হাবিব,কামরুল ইসলাম,খলিলুর রহমান,নূরে আলম জিকু,শিক্ষাবিদ নিরা কাদেরী,টনি খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

আগত অতিথিদের এবং অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংগঠনের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক খায়রুল ইসলাম খোকন,। বিশেষ ধন‍্যবাদ জ্ঞাপন করেছেন টিমের ইসতিয়াক রুমি, এমডি তুহিন, মোস্তাক আহম্মেদ, কাজল মাহমুদ, গোলাম মিয়া কুদ্দুস, শামিম সিদ্দিকী, হেলাল উদ্দিন, আমজাদ হোসেইন, হাবিবুল চৌধুরি, শামীম শরিফ সহ আরো অনেকে অত্যন্ত আন্তরিক ভাবে তাকে সহযোগিতা করেছেন । সর্বপরি এই অনুষ্ঠান বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন ফটো জার্নালিস্ট নিহার সিদ্দিকী ও তুষার পিক,সাংবাদিক নাজমুল আহসান,সাংবাদিক রিমন ইসলাম ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ সকল সাংবাদিকদের।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নন্দিত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন , নাজু আকন্দ, শাহ মাহবুব,কামরুজ্জামান বকুল , শামীম সিদ্দিকী, রিয়া রহমান , রোজি আজাদ , সজিব , ডা কামরুল ইসলাম , মিতু মাহামুদকে লাটুসহ আরো অনেক ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শোটাইম মিউজিক এর সভাপতি খায়রুল ইসলাম খোকন ।এবং শোটাইম মিউজিকের সভাপতি খায়রুল ইসলাম খোকন তার পরবর্তী অনুষ্ঠান এর ঘোষণা করেন “এনআরবি এওয়ার্ড,রবিবার ,৭ই সেপ্টেম্বর ২০২৫ “ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category